Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৫

ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এর জীবন বৃত্তান্ত

 

 

 

 

 

জনাব এ.কে.এম. গোলাম বাহারুল 

ব্যবস্থাপনা পরিচালক, টেশিস।

 

 

 

জনাব এ.কে.এম. গোলাম বাহারুল গত ০৯ জুন২০২৫ খ্রিঃ তারিখে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। টেশিসে যোগদানের পূর্বে তিনি পরিচালক (ইঞ্জিনিয়ারিং), টেলিযোগাযোগ অধিদপ্তর ও তৎপূর্বে জেনারেল ম্যানেজার (বিলিং সিস্টেম), বিটিসিএল পদে দায়িত্ব পালন করেন।

 

তিনি মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ এবং আনন্দমোহন সরকারি কলেজ, ময়মনসিংহ  হতে প্রথম বিভাগে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে প্রথম শ্রেনীতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেনপরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে M.Sc. in Management of Technology (MoT) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের Management Information Systems (MIS) বিভাগ থেকে e-Governance Management এর উপর গবেষণা করে Doctor of Business Administration (DBA) ডিগ্রি অর্জন করেন।

 

তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডারে যোগদান করেন। তিনি দীর্ঘ ২৭ (সাতাশ) বৎসর যাবত ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর আওতাধীন বিটিটিবি (টি এন্ড টি); বর্তমান বিটিসিএলে বিভাগীয় প্রকৌশলী, জেনারেল ম্যানেজার, চীফ জেনারেল ম্যানেজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন।

 

২০০০-২০০৮ সময় কালে সাড়ে সাত বছর তিনি বঙ্গভবন ও গণভবনে টেলিসেবা রক্ষণাবেক্ষন এবং সম্প্রসারণে কাজ করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি বিভাগীয় প্রকৌশলী হিসেবে নারায়নগঞ্জ বিভাগ, চকাবজার বিভাগ, মিরপুর বিভাগ, মগবাজার ইন্টারনেট বিভাগে এবং জেনারেল ম্যানেজার ও চীফ জেনারেল ম্যানেজার হিসেবে আইটি ও বিলিং রিজিয়নের দায়িত্ব পালন করেন। তিনি বিটিসিএল এর কলিং অ্যাপ Alaap এর ইনোভেশন টিমে ও Alaap বাস্তবায়নের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।   

 

তিনি বিপিএটিসি-তে ২২তম বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। টেলিযোগাযোগ স্টাফ কলেজ হতে দুই বছর মেয়াদী টেলিযোগাযোগ প্রকৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন, এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দেশে-বিদেশে কারিগরী, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

জনাব  এ.কে.এম. গোলাম বাহারুল  নেত্রকোনার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক; প্রথম কন্যা প্রকৌশলী হিসেবে ম্যানেজার, সেন্টার অফ এক্সসেলেন্স, সাপ্লাই চেইন,  ইউনিলিভার বাংলাদেশে কর্মরত এবং আরেক কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগে অধ্যয়ণরত। তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একটি ঔষধ কোম্পানীতে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।